৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলাসাহিত্য


১।নব চর্যাপদ কে সংগ্রহ করেছিলেন ?
=শশীভূষণ দাশগুপ্ত
২।চর্যাগীতির অন্তর্নিহিত তত্বের ব্যাখ্যা প্রদান করেন কে ? 
=শশীভূষণ দাশগুপ্ত
৩ চর্যাপদের পদগুলো কত লাইন বিশিষ্ট?
= ১০ লাইন বিশিষ্ট
৪।বাঙ্গাল দেশ ও বাঙালির কথা আছে চর্যাপদের কত নং পদে?
==৪৯
৫।মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
=শেখ ফয়জুল্লাহ
৬। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি
= দৌলত কাজী।
৭।বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন কে ?
=দীনেশ চন্দ্র সেন
৮। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়
= প্রভাবতী সম্ভাষণ।
৯।বাংলা ভাষাকে এককালে কী নামে অভিহিত করা হত?
=গৌড়ভাষা
১০। কোন শব্দ বাংলাভাষায় সবশেষে প্রবেশ করেছে
=সেলফি
১১।বাংলা সাহিত্যের সুবর্ণ যুগ কোনটি ?
= চৈতন্য পরবর্তী যুগ
১২।বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
=মুহম্মদ শহীদুল্লাহ্
১৩।শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?
= ক্রীতদাসের হাসি
১৪।"বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ" লিখেছেন কে ?
=মোহাম্মদ মনিরুজ্জামান
১৫।'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ ' যাঁর রচনা
= শামসুর রাহমান
১৬।"আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে "-এটি উক্তি কার ?
= কুসুম কুমারী দাশ
১৭।তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় "একটি কালো মেয়ের কথা " কোন ধরনের রচনা
=মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস
 ১৮।"গোল করো না, গোল করো না, ছোটন ঘুমায় খাটে "পঙক্তিটি কার?
- সুফিয়া কামালের
১৯।' সাত কোটি সন্তানেরে
হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালি করে ,
মানুষ করনি
কোন অধিকারে 'পঙক্তিটি কার?
–রবি ঠাকুরের ' বঙ্গমাতা' কবিতার চরণ
২০।"আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।" কোন কবিতার চরণ
– বিদ্রোহী কবিতা

মন্তব্যসমূহ